আশা করি সকলে ভালো আছেন। আমাদের অনেকেরই মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় কিন্তু খুঁজে পায় না। আবার অনেকের মোবাইল এ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ছবি বা ভিডিও থাকে। যার ফলে সেগুলো হারানোর বা  চুরি হ‌ওয়ার ভয় থাকে বা ওই তথ্য গুলো খারাপ মানুষের হাতে পড়লেও সমস্যা।


আবার অনেক সময় হ্যাকাররা মোবাইল এর তথ্য চুরি করে নিয়ে যায়।


তো আজকের পোস্ট আমরা জানব কিভাবে আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পাবেন।


এই পোস্ট এ যা বলা হয়েছে।


  • মোবাইল লোকেশন দেখা
  • জিমেইল এর মাধ্যমে এক্সেস নেওয়া




১. ফাইন্ড মাই ডিভাইস এপস এর মাধ্যমে


Find My Device apps এর মাধ্যমে মোবাইল এর লোকেশন ট্র্যাকিং করা যায় তাই মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই এপস এর মধ্যে লোকেশন দেখা যায়। তবে মনে রাখবেন এপটি আপনার মোবাইল এ ইন্সটল এবং এক্টিভ থাকতে হবে এবং ডাটা অন থাকতে হবে।



২. জিমেইল এর মাধ্যমে লোকেশন দেখা।

$ads={1}

জিমেইল এর মাধ্যমে আপনার ডিভাইস এর লোকেশন দেখা যায়।তাই আপনার ডিভাইস এ যে জিমেইল লগিন করা আছে তা অন্য একটি ডিভাইস এ দেখতে পারবেন যে আপনার ফোন সর্বশেষ কোন জায়গায় ছিল। আরো দেখতে পারবেন কোন জায়গায় মোবাইলটি বর্তমান সময়ে এক্টিভ আছে।


আপনি চাইলে জিমেইলটি লগ আউট করে দিতে পারেন আপনার হারিয়ে যাওয়া বা চুরি হ‌ওয়া মোবাইল থেকে।


৩. জিমেইল এর মাধ্যমে এক্সেস নেওয়া।


এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আপনি জিমেইল এর মাধ্যমে আপনার ডিভাইস এর এক্সেস নিয়ে সব কিছু মুছে দিতে পারেন । আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর ব্যাকাপ নিয়ে ফাইল গুলো ডিলিট করে দিতে পারবেন।

$ads={2}

৪. IMEI number ট্র্যাকিং করে


এটি হলো সবচেয়ে বহুল ব্যবহৃত মাধ্যমে যা আইন শৃঙ্খলা বাহিনী বা টেলিকম অপারেটররা ইউজ করে। এর মাধ্যমে আপনার ডিভাইস এর লোকেশন বের করা যায়। এরজন্য আপনার মোবাইল এর আইএম‌ইআই নাম্বার প্রয়োজন। তাই মোবাইল কিনার পর তার প্যাকেজ রেখে দেওয়া উচিত।



সর্বশেষ যা বলব তা হলো মোবাইল সতর্কতার সাথে রাখবেন যাতে হারিয়ে না যায় এবং গোপন বা গুরুত্বপূর্ণ জিনিস না রাখাই ভালো।


পোস্ট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধু বা আত্মীয়ের কাছে শেয়ার করতে ভুলবেন না। আরো গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবসময়। আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post