আচ্ছা একটা সত্যি কথা বলেন তো, আপনি যখন ইউটিউবে কোন ভিডিও দেখেন এবং সেই ভিডিওতে দেখলেন এক মিলিয়ন ভিউজ আছে। তো সেটা দেখে কি আপনার কখনো মনে হয়নি, এক মিলিয়ন ভিউজ এ কত টাকা ইনকাম হয়।  কখনো কি ভেবে দেখেছেন ভিডিও ক্রিয়েটর এক মিলিয়ন ভিউজ এ কত টাকা ইনকাম করেছে।  এরকম হাজারো প্রশ্ন আছে নাকি আপনার মনে। হ্যাঁ , অবশ্যই আপনার নিজেরই মনে এরকম বহু বার এসেছে। আপনার কেন অনেকের মনে এইরকম বহু প্রশ্ন আছে। 

How much pay YouTube for 1 Million Views


আজকে আমি ভাবলাম যে এর উত্তর আমি বলে দিই। তো আজকের এই আর্টিকেল এ  আমি আপনাদের বলব  যে এক মিলিয়ন ভিউজ এ কত টাকা ইনকাম হয় । তবে আজকের এই আর্টিকেলটি খুব ছোট যাবে তো বেশি কথা না বলে শুরু করি।


$ads={1}


ইউটিউব এ অনেকেই কন্টেন্ট তৈরি করে। কিন্তু তারা বেশির ভাগই জানে না। ইউটিউব তাদেরকে কিসের উপর ভিত্তি করে টাকা দেয়। ইউটিউব এর যেই আরনিং টা আসে সেটা মুলত এডসেন্স এর মাধ্যমে হয়। আপনি যদি এডসেন্স এর পলিসি মেনে ভিডিও তৈরি করেন তাহলে এডসেন্স আপনার ভিডিওতে এড দেখাবে । সেইখান থেকে আপনাকে ছোট একটা রিভিনিউ দিবে।


কিন্তু এই অর্থ টা কিসের উপর ভিত্তি করে দিবে। এই অর্থটা দিবে আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করেন এবং ভিডিওতে ব্যবহৃত কিওয়ার্ড এর উপর। তাছাড়া আরো একটি বিষয় এর উপর ভিত্তি করে দেয় সেটা হলো কোন দেশ থেকে আপনার ভিডিও দেখা হয়েছে। 


$ads={2}


এখন সেই আয় এর উপর কোন নির্দিষ্ট পরিমাণ নেই। এটি কখনো বাড়তে পারে বা কমতে । যেমন এক মিলিয়ন ভিউজ এ আপনাকে ১০০$ ও দিতে পারে । আবার ২০০$ ও দিতে পারে। তাই এর নির্দিষ্ট কোন মাত্রা নেই। যেমন Insurance এর উপর তৈরি করা ভিডিও তে যদি এক ভিউ হয় তাহলে আপনাকে ৫-১০$ দিবে। তাহলে এক মিলিয়ন ভিউজ এ আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন।


কারণ এটা হলো উচ্চ মানের কিওয়ার্ড বা নিচে । যার কারণে এটায় আপনার আয় বেশি হবে।


তাই বলা যায় এক মিলিয়ন ভিউজ এ ইউটিউব আপনাকে কত দেয় তা নির্দিষ্টভাবে বলা সম্ভব না।


আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে মন্তব্য করুন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।


Post a Comment

Previous Post Next Post