আসসালামুয়ালাইকুম



আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এন্ড্রয়েড মোবাইল এর নিরাপত্তা নিয়ে আরো একটি পর্ব সাথে রয়েছে বোনাস টিপস।

আরো পড়ুন :কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে নিরাপদে রাখবেন পর্ব ১

আজকের আর্টিকেল এ আমরা এন্ড্রয়েড ফোন এর নিরাপত্তা নিয়ে তিনটি নির্দেশনা দিব।


$ads={1}

তো চলুন শুরু করা যাক:-


আরো পড়ুন:কিভাবে পিএইচপি স্টাইল Wapkiz সাইট বানাবেন

১. অ্যাপ পারমিশন দেওয়ার সর্তকতা অবলম্বন করা উচিত।




আমরা যেকোনো সফটওয়্যার ইন্সটল করার পর তা ওপেন করলে বিভিন্ন ধরনের পারমিশন চায়। যেমন: ফোন কল পারমিশন, ভিডিও পারমিশন, স্টোরেজ পারমিশন, মাইক্রোফোন পারমিশন, লোকেশন পারমিশন ইত্যাদি। যেমন ধরেন একটা ব্রাউজার অ্যাপস ইনস্টল করার পর ওপেন করলেন এবং তখন দেখলেন ওই অ্যাপ এ ক্যামেরা পারমিশন চায়, মাইক্রোফোন পারমিশন চায়। তখন অবশ্যই ডিনাই করতে হবে। প্রয়োজনে সফটওয়্যারট আনইন্সটল করে দিতে হবে। কারণ ওই সফটওয়্যার অবশ্যই ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি।তারা আপনার তথ্য চুরি করার জন্য এই পারমিশন গুলো চাইবে।


২. ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকা।



বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই ফ্রি ওয়াইফাই। তখন আমরা অনেকেই সে ওয়াই ফাই তে কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন তার ফ্রি ওয়াইফাই ব্যবহার করার সুযোগ দেওয়ার মূল কারণটা কি? হতে পারে সেই ওয়াইফাই এর মাধ্যমে আপনার অনেক গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য ইন্টারনেট প্রোভাইডারের হাতে চলে যেতে পারে। তা আমি মনে করি ফ্রি ওয়াইফাই ব্যবহার না করাই ভালো। আর যদি করে থাকেন তাহলে সতর্কতা অবলম্বন করে ব্যবহার করা উচিত।

$ads={2}

৩. অপ্রয়োজনে ওয়াইফাই ও ব্লুটুথ অন রাখা



প্রয়োজন শেষে অবশ্যই ওয়াইফাই ও ব্লুটুথ চালু রাখবেন না। কারণ এগুলোর মাধ্যমে খুব সহজেই অন্য কেউ আপনার তথ্য হ্যাক করতে পারে এমনকি আপনার ফোনে ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম ঢুকিয়ে দিতে পারে।


কারণ হ্যাকাররা আপনার এগুলোর মাধ্যমে আপনার ফোনের এক্সেস নিয়ে নিতে পারে।তাই সতর্কতা অবলম্বন করা উচিত।


আশা করি এই পর্যন্ত কোথাও বুঝতে সমস্যা হয়নি।এখন থেকে আপনি আপনার শখের মোবাইল ফোন ব্যবহার করতে সতর্ক থাকবেন।


বোনাস টিপস


এইবার চলুন বোনাস হিসেবে কিছু টিপস জেনে নেওয়া যাক


১. অহেতুক ফোনের ডিপি আই পাল্টাবেন না।


আমরা অনেকেই গেম খেলি । কিন্তু কিছু গেম আছে সব মোবাইল এ ঠিকমতো খেলা যায়। মোবাইল নিম্ন configuration এর হ‌ওয়ার কারনে প্রচুর হ্যাং বা ল্যাগ করে।তাই ঠিকমতো খেলার জন্য অনেক এ ফোনের ডিপি আই পাল্টান। তাই আপনাদের বলব অহেতুক ডিপি আই পাল্টাবেন না বা পাল্টালেও সঠিক মাত্রায় দিবেন। 


তা না হলে অল্প দিনেই আপনার শখের মোবাইল হারাতে হবে।



২. মোবাইল ভাইরাস মুক্ত রাখতে এন্টি ভাইরাস ব্যবহার করুন।


কম্পিউটার এর মত মোবাইল এ ও ভাইরাস আক্রমণ করে। যার ফলে মোবাইল অনেক স্লো হয়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই মোবাইল এ একটি এন্টি ভাইরাস সফটওয়্যার ইন্সটল করা উচিত। যা দিয়ে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার মোবাইল চেক করা উচিত।


আশা করি আজকের আর্টিকেল আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই আর্টিকেল থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী সকলের কাছে শেয়ার করতে ভুলবেন না।


ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।



 

Post a Comment

Previous Post Next Post