আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানব নামাজের দুই সেজদার মধ্যে কোন দোয়া পড়বেন।


দোয়াটি হলো


اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاجْبُرْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي

উচ্চারণ : আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াজবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি।

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন। আমার প্রয়োজন পুরো করে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন। (তিরমিজি, হাদিস : ২৮৪)


  নবী করীম (সাঃ) পরিস্কার জানিয়ে দিয়েছেন আমাদেরকে যদি কোনো বান্দা দুই☺
সিজদার মাঝে এই দোয়াটি পাঠ করতে পারে তাহলে তার বিশেষ কিছু উপকার বা ফায়দা হবে। 


প্রিয় পাঠক নবী করীম (সাঃ) এর এই কথাটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার ২৬৯৭ তো 

সিজদার মাঝে যে দোয়াটি পড়লে আপনার ৬টি বিশেষ লাভ হবে। আপনি ৬টি উপকারের অন্তর্ভুক্ত হতে পারবেন। 
$ads={1}

নিম্নে সেই ৬টি উপকার বর্ননা করা হলো।


১. আল্লাহ তায়ালা আপনার গুনাহ গুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ তায়ালা আপনাকে মাফ করে দেবেন, নিস্পাপ করে দেবেন, আল্লাহ তায়ালা আপনার প্রকাশ্যে -গোপনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ মাফ করে দেবেন। 


 ২. আল্লাহ তায়ালা আপনার প্রতি রহম করবেন। আপনার ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তায়ালা আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন, আল্লাহ তায়ালা আপনাকে যেকোনো কাজে খুব সহজে সফলতা দান করবেন। 

 ৩. আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনের পথে রাখবেন। ইসলামের জন্য কবুল করবেন, কোরআন হাদিসের খেদমত করার তৌফিক দান করবেন।মাদ্রাসা মসজিদের পিছনে লেগে থাকার তৌফিক দান করবেন তথা ইসলামের খেদমত করার তৌফিক দান করবেন। 

$ads={2}

 ৪. আল্লাহ তায়ালা আপনাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তায়ালা আপনাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন। 

 ৫. আল্লাহ তায়ালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা আপনাকে অল্প টাকার মধ্যেই আপনার সংসার কে পরিচালনা করার তৌফিক দান করবেন। 

৬. আল্লাহ তায়ালা আপনার অভাব দূর করে দেবেন। 

এই ৬টি উপকার পাবেন যদি আপনি ২ সিজদার মধ্যে একবার এই দোয়াটি পাঠ করতে পারেন। অ

অর্থাৎঃ হে আল্লাহ! আমাকে আপনার রহমত ও মাগফেরাত দান করুন এবং আমাকে আপনার দ্বীনের জন্য এবং আপনার সুন্দর ইবাদতের করার জন্য আমাকে সাহায্য করুন ( মুসনাদে আহমাদ, আবু দাউদ, নাসাঈ, মিশকাত) এই দোয়াটি আপনি ফরজ, নফল, সুন্নত, বিতরের নামাজের মধ্যে দুই সিজদার মাঝে পাঠ করতে পারবেন। 

আপনি প্রথমে সিজদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পাঠ করে আবার দ্বিতীয় সিজদার যাবেন। এইভাবে নামাজের যে কোন একবার এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে রহমত বরকত দান করবেন আপনার মনের আশা পূরণ করবে, আপনাকে পছন্দ করবে এবং দ্বীনের খেদমতের জন্য মনোনীত করবেন ইনশাআল্লাহ। 

ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার আসে পাশে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Post a Comment

Previous Post Next Post