আসসালামুয়ালাইকুম



আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি ও অনেক ভাল আছি। আবার ও হাজির হয়ে গেছি নতুন টিপস নিয়ে। আজকের টিউন এ আমরা জানবো পেঁপে খাওয়ার উপকারিতা এবং পেঁপের পুষ্টিগুণ।

পেঁপে একটি বারোমাসি ফল বা সবজি। এই ফল বা সবজিটি সারা বছর পাওয়া যায়। এই পেঁপে বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশে পাওয়া যায়। তাছাড়া বানিজ্যিক ভাবে চাষ করা হয়। কৃষকরা প্রতি বছর অনেক পেঁপে উৎপাদন করে থাকে।


কাঁচা পেঁপেকে তরকারি হিসেবে খাওয়া হয়। আবার পেঁপের পানীয় বানিয়ে খাওয়া হয়।তাছাড়া বিভিন্ন খাদ্যবস্তু তৈরিতে পেঁপে ব্যবহার করা হয়। এবার আমরা কথা বলব পেঁপের পুষ্টিগুণ নিয়ে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ঔষধি গুণ। তাই চিকিৎসকরা রোগীদের পেঁপে খাওয়ার পরামর্শ দেন।


তাই আমাদের দৈনিন্দন খাবার তালিকায় পেঁপে রাখা উচিৎ।  পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট,কার্বোহাইড্রেট  যা আমাদের দেহের জন্য খুব উপকারী। পেঁপে আমাদের দেহের প্রোটিন এর চাহিদাও মিটায়।


এছাড়া ও আমাদের ভিটামিন এর চাহিদা মিটায় এই পেঁপে। তাই আমাদের খাবার তালিকায় যতটা সম্ভব পেঁপে রাখা উচিত এবং পরিবারের সদস্যদের পেঁপে খেতে উৎসাহিত করা উচিত।


তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, জেনে নিন পেঁপের উপকারিতা ও পুষ্টিগুণ :-




১) নতুন বাচ্চা হ‌ওয়া মায়েদের জন্য  কাঁচা পেঁপে খুব উপকারী। কাঁচা পেঁপের তরকারি খেলে স্তনের দুধ বৃদ্ধি পায়। তাই সদ্য নতুন মা দের কাচা পেঁপে খাওয়া উচিৎ।


২)কাঁচা পেঁপের বীজ কৃমি দূর করতে প্রচুর সাহায্য করে। যাদের কৃমির সমস্যা আছে তাদের জন্য খুব উপকারী এই কাঁচা পেঁপের বীজ। তাই কাঁচা পেঁপের বলেছেন বীজ খাবেন।


৩) রক্ত আমাশয় দূর করতে পেঁপে আঠা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। রক্ত আমাশয় থেকে মুক্তি পাওয়ার জন্য বাতাসার সাথে পেঁপের আঠা মিশিয়ে খেলে ভাল ফল পাবেন। ৪-৫ দিন এভাবে খেলে ফল পাবেন। তাই আপনাদের উচিত খাওয়া।


৪) লিভারের সমস্যা দূর করতে কাঁচা পেঁপে অনেক উপকারী। তাই যাদের লিভার এর সমস্যা আছে তাদের বেশি বেশি কাঁচা পেঁপে খাওয়া উচিত।


৫) যাদের বদহজম হয় ও গ্যাস্টিক এর সমস্যা আছে তারা কাঁচা পেঁপে খেলে উক্ত সমস্যা দূর হয়ে যাবে। অন্তত প্রতিদিন এক টুকরো করে কাঁচা পেঁপে খাবেন। এতে আপনার সমস্যা কিছুটা লাঘব হলেও হতে পারে।


৬) যাদের কোষ্ঠকাঠিন্য এর সমস্যা আছে তাদের প্রতিদিন পেঁপে খাওয়া উচিৎ। এছাড়া ও সারাদিনের ক্লান্তি দূর করার জন্য পেঁপে অনেক ভুমিকা পালন করে।


৭) যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য পেঁপে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কাঁচা ও পাকা পেঁপে উভয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।


৮) যে সব মেয়েদের অনিয়মিত মাসিক বা মাসিকের সমস্যা আছে,তাদের জন্য পেঁপে খুব উপকারী ফল। তাই তারা বেশি করে পেঁপে খাবেন।


৯) পাইলোরিয়ার  ব্যাথা দূর করতে পেঁপের পাতা অনেক উপকারী। গরম পানিতে পেঁপের পাতা ফুটিয়ে সেক দিলে ভাল ফলাফল পাওয়া যাবে।এই পদ্ধতি অবলম্বন করলে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।


১০) কোলেস্টেরল এর মাত্রা কমাতে পেঁপে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।তাই পেঁপে খাওয়া উচিত। তাছাড়া পেঁপে হৃদরোগের এর ঝুঁকি কমাতে সাহায্য করে।


১১) পেঁপেতে ভিটামিন A ,E ,C রয়েছে। পেঁপে দৃষ্টি শক্তি ও বয়সজনিত ছাপ সহ বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।



১২) চুলের যত্নে পেঁপে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। চুল ওঠা দূর করতে ও চুল ঝলমল করতে পেঁপের সাথে টক দই মিশিয়ে চুলে লাগাতে হবে। এতে ওঠা কিছুটা হলেও বন্ধ হবে।


১৩) তাছাড়া পেঁপে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।


এছাড়াও পেঁপেতে রয়েছে বিটা ক্যারোটিন, লুটেইন, ফ্লেভানয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিভিন্ন কার্য সম্পাদন এ সহায়তা করে।


তাই আপনাদের উচিত বেশি করে পেঁপে খাওয়া। তাছাড়া পেঁপে আমাদের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে।


আশা আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের পোস্ট থেকে উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সুস্থ থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।


ধন্যবাদ।



 Keywords:- 10 amazing health benefits of eating papaya seeds,20 health benefits of papaya leaves,8 evidence-based health benefits of papaya and health benefits of papaya,benefits of papaya health care,benefits of papaya seeds for health,can papaya be eaten on empty stomach,does papaya fight cancer,does papaya have any health benefits,excellent health benefits of papaya,good health benefits of papaya,health benefits and side effects of papaya,health benefits of a papaya,health benefits of boiled papaya leaves,health benefits of carica papaya,health benefits of carica papaya leaves,health benefits of cooked green papaya,health benefits of cooked raw papaya,health benefits of dried papaya,health benefits of dried papaya leaves,health benefits of dried papaya seeds,health benefits of drinking boiled papaya leaves,health benefits of drinking papaya juice,health benefits of drinking papaya leaf juice,health benefits of dry papaya leaves,health benefits of eating green papaya,health benefits of eating papaya,health benefits of eating papaya daily,health benefits of eating papaya everyday,health benefits of eating papaya fruit,health benefits of eating papaya in the morning,health benefits of eating papaya on empty stomach,health benefits of eating papaya seeds,health benefits of eating papaya skin,health benefits of eating ripe papaya,health benefits of fermented papaya water,health benefits of giving papaya to babies,health benefits of green papaya,health benefits of green papaya fruit,health benefits of green papaya juiceh,healthbenefits of green papaya leaves

health benefits of green papaya powder

health benefits of green papaya salad

health benefits of green papaya soup

health benefits of ground papaya seeds

health benefits of half ripe papaya

health benefits of hawaiian papaya

health benefits of male papaya flowers

health benefits of mango and papaya,health benefits of mexican papaya,health benefits of papaya,health benefits of papaya and banana smoothie,health benefits of papaya and pineapple,health benefits of papaya article,health benefits of papaya atchara,health benefits of papaya breast cancerzhealth benefits of papaya dr axe,health benefits of papaya flower,health benefits of papaya for babies,health benefits of papaya for diabetes

Post a Comment

Previous Post Next Post