আসসালামুয়ালাইকুম
আশা করি সকলে ভালো আছেন। আজকের পোস্ট এ আমরা কথা বলব Blogger VS WordPress কোনটি সেরা। দুটোই ব্লগিং করার জন্য সবচেয়ে ভালো প্লাটফর্ম।তাই আজকে আমরা জানবো এই দুইটি প্লাটফর্ম এর মধ্যে কোনটি সেরা।
তো চলুন শুরু করা যাক।প্রথমে আমরা কথা বলব ব্লগার নিয়ে
ব্লগার হলো একটি জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম। ব্লগার একটি উন্মুক্ত ব্লগ তৈরির প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ব্লগ মুক্তভাবে তৈরি করা যায়। "ব্লগার" প্ল্যাটফর্মটি ডেভেলপ করেছে পাইরা ল্যাবস।
২০০৩ সালে গুগল এই প্ল্যাটফর্মটিকে কিনে নেয় এবং গুগলের নিজস্ব সার্ভারে এটিকে হোস্ট করে। ব্লগার-এর স্বয়ংক্রিয় সাব-ডোমেইন হচ্ছে .blogspot.com। একজন নিবন্ধিত ব্যবহারকারী একটি এ্যাকাউন্টে ১০০ টি ব্লগ তৈরি করতে পারেন বিনামূল্যে। যা বর্তমানে গুগল এর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
$ads={1}
ব্লগার আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারেন । নিম্নে ব্লগার এর কিছু সুবিধা তুলে ধরা হলো:-
১. সম্পুর্ন ফ্রী ব্যবহার করা যায়। কোন অর্থ ব্যয় করা যায় না।
২. পোস্ট করা সবচেয়ে সহজ। কিছুটা মাইক্রোসফট ওয়ার্ড এর মত।
৩. ফ্রি এবং স্বল্পমূল্যে থিম পাওয়া যায়।
৪. ফ্রি ডোমেইন পাওয়া যায় এবং এডসেন্স Approval ৬০% সহজ।
৫. এতে মুভি ডাউনলোড সাইট , ব্লগ সাইট সহ নিউজপেপার সাইট বানানো যায়।
এবার ব্লগার এর কিছু অসুবিধা দেওয়া হলো:-
১. এসইও করা কঠিন ।
২. সাইট র্যাক করতে অনেক কষ্ট করতে হয়।
৩. প্রচুর পরিমাণে ব্যাকলিংক প্রয়োজন এবং সাইট ইনডেক্স হতে প্রচুর সময় নেই।
৪. এসইও এর উপর সময় দেওয়া প্রয়োজন।
৫. মোট কথা ব্লগার ফ্রি হলেও প্রচুর পরিশ্রম করতে হয়।
এবার আমরা কথা বলব WordPress নিয়ে:-
ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার।
ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে ।
$ads={2}
ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারি ২০১২ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল ।
বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), এবং বিশ্বের প্রথম সারির, ৪০,০০,০০০টি ওয়েবসাইটের ১২% এটি ব্যবহার করে।
WordPress ব্যবহার করার সুবিধা নিম্নে দেওয়া হলো:-
১. সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
২. ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি এবং এইচটিএমএল জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
৩.প্লাগইন যা ইনস্টল করে ওয়েবসাইটকে আরো সয়ংক্রিয় করে তোলা যায়।
৪. ব্লগ পোস্ট ও স্ট্যাটিক পৃষ্ঠা সুবিধা।
৫. এছাড়াও বিনামূল্যে থিম, প্লাগইন্স পাওয়া যায়।
৬.কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায়।
অর্থাৎ আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব এবং ব্যবহার প্রণালী খুবই সহজ, সার্চ ইঞ্জিন অফটিমাইজেশেন পদ্ধতি ব্যবহার ইত্যাদি।সার্চ ইঞ্জিন বান্ধব।
৭. এতে ই-কমার্স সাইট সহ বিভিন্ন ধরনের সাইট তৈরি করতে পারবেন।
৮. পোস্ট খুব তাড়াতাড়ি ইনডেক্স হয়।
৯. বলতে গেলে WordPress ৭০% সহজ।
নিচে এর কিছু অসুবিধা তুলে ধরা হলো:-
১. এতে ডোমেইন ও হোস্টিং লাগে যা অনেক ব্যয়বহুল।
২. ভিজিটর এর উপর ডিফেন্ড করে প্রচুর ব্যান্ড উইথ লাগে যা ব্যয়বহুল।
৩. AdSense পাওয়ার সম্ভাবনা ৪০ থেকে ৮০%।
সর্বশেষ বলা যায় সার্বিক দিক বিবেচনা করে বোঝা যায় ব্লগার এর থেকে WordPress সেরা। যদি আপনার প্রচুর অর্থ থাকে তাহলে WordPress ব্যবহার করতে পারেন।আর যদি তা না থাকে এবং ধৈর্য ধরে কাজ করতে পারেন , ভালো এসইও জানেন তাহলে ব্লগার আপনার জন্য।
আশা করি আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। এই পোস্ট থেকে যদি আপনি কোনভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করুন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।
বিঃদ্রঃ তথ্য সহায়তায় Wikipedia.
This comment has been removed by the author.
ردحذفإرسال تعليق