How to Make Corona Tracker Site

 

আসসালামুয়ালাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল এ আপনাদের দেখাবো কিভাবে একটি করোনা ভাইরাস লাইভ ট্রেকার সাইট বানাবেন ।মানে এমন একটি সাইট বানাবেন যার মধ্যে আপনি দেখতে পারবেন পৃথীবির কোন দেশে কতজন করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সংখ্যার সাথে সেই দেশের পতাকা ও দেখতে পারবেন।
Corona Virus Live Tracker Site.

এই সাইটের সুবিধা হলো আপনি সাইটের মাধ্যে এড বসিয়ে আয় করতে পারবেন।সেটা হোক গুগল এডসেন্স এডস বা অন্য কোন এড নেটওয়ার্ক এর এডস।


Image source:-internate

নিচে দেওয়া লিংক হতে Script টি ডাউনলোড করুন।এটা নুলেড Script এবং এটি কোডকেয়ান থেকে নেওয়া হয়েছে।

এখান‌ থেকে ডাউনলোড করুন


সোর্স : হরজে ডট কম

কিভাবে ইন্সটল করবেন

১.প্রথমে Script টি আপনার হোস্টিং এর পাবলিক ডট এইচটিএমএল বা এইচটিডকস এ আপলোড দিন ।

২. তারপর এক্সট্রাক করুন।

৩.এইবার কনফিগ ডট পিএইচপি ফাইল ওপেন করে ইডিট করুন।

৪. এবং গুগল ম্যাপ এপি আই কি টি মুছে আপনার নেওয়া কি টি বসান।

এইবার সাইটে গিয়ে দেখুন। তৈরি হয়ে গেল আপনার কাঙ্খিত সাইট।
Corona Tracker Script

আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে।আরো টিউটোরিয়াল পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন। কিছু না বুঝলে কমেন্ট করবেন। সমাধান দেওয়ার চেষ্টা করব।

What is Corona
[বিঃদ্রঃ : গুগল এপিআই কি না নিতে পারলে কমেন্ট করুন। পোস্ট করার চেষ্টা করব]

Post a Comment

أحدث أقدم